হোম > সারা দেশ > বগুড়া

পথরোধ করে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ, নারী গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. মিজানুর রহমান ও তাঁর ভাতিজা মুন্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। তাঁরা মালিহাটা গ্রামে পৌঁছালে অভিযুক্ত লাবলী খাতুনসহ সাতজন পূর্বশত্রুতার জেরে তাঁদের পথরোধ করেন। এরপর তাঁরা দুজনকে মারধর করে গুরুতর জখম করেন এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন। এ ঘটনায় রাতেই মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস (৭৬) থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান পরিচালনা করে রাত ১টার দিকে মালিহাটা গ্রামের নিজ বাড়ি থেকে লাবলী খাতুনকে গ্রেপ্তার করে। পরদিন ১৮ জুলাই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

অভ্যন্তরীণ কোন্দল: যুবদল নেতাকে অপর যুবদল নেতার ছুরিকাঘাত

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান