বগুড়ার আদমদীঘিতে ছিনতাই করে পালানোর সময় চার যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের মালগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সান্তাহার পৌর শহরের পশ্চিম নিউ কলোনি এলাকার আলামিন (২৪), হাউজিং কলোনির এলাকার জাহাঙ্গীর আলম (৩২), বশিপুর এলাকার সবুজ ওরফে কালু (৩৫) ও কলসা এলাকার রাব্বি (২৮)।
চার যুবককে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাতে মালগুদামের সামনে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চারজনের ছিনতাইকারী দল এক ব্যক্তিকে পথ রোধ করে মারধর ও টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল।’
ওসি মোক্তার আরও বলেন, ‘এ সময় রেলওয়ে থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আজ শনিবার সকালে তাঁদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের পর বগুড়ার আদালত পাঠানো হয়েছে।’