হোম > সারা দেশ > বগুড়া

থানায় অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীকে মারপিট আ. লীগ নেতার ছেলের

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) খোকন মিয়ার বিরুদ্ধে। মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত খোকন চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার ছেলে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খোকন মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সিএ পদে চাকরি করেন। মারধরের শিকার ব্যবসায়ী আবু ছালাম সুলতান হাটা গ্রামের মমতাজ আলীর ছেলে।

থানায় লিখিত অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার সঙ্গে ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় ১০ দিন আগে আলেপ বাদশা গ্রুপের রাকিব ও জিহাদ মাদকদ্রব্য সেবন করে আবু ছালামের ভাই শরিফকে মারপিট করেন। পরে শনিবার বিকেলে চিকাশি মফিজ মোড়ে আবু ছালামের ভাতিজা সাকিবুল ইসলাম জুবায়েরকেও আলেপ বাদশার লোকজন মারপিট করেন। এ সময় স্থানীয় নুরে আলম, পায়েল ও সুমন এগিয়ে আসলে আলেপ বাদশার লোকজন তাঁদের মারপিটে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

এ ঘটনায় ব্যবসায়ী আবু ছালাম বাদী হয়ে আজ রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে আলেপ বাদশা ও তাঁর ছেলে খোকন মিয়াসহ সাতজনকে আসামি করা হয়।

অভিযোগে আরও জানা গেছে, অভিযোগ দায়েরের পর ব্যবসায়ী আবু ছালাম রোববার দুপুরে উপজেলা পরিষদে যান। এ সময় আওয়ামী লীগ নেতার ছেলে খোকন মিয়া তাঁকে একা পেয়ে উপজেলা পরিষদ চত্বরে মারপিট করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে অভিযুক্ত খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ের সামনে গালি দেওয়ায় আবু ছালামের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাঁকে মারপিটের অভিযোগ সঠিক না।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়। ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি