হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক কলেজ ছাত্রী। আজ সোমবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রাম থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই কলেজছাত্রীর নাম নূপুর খাতুন। তিনি মাঝিহট্ট এলাকার বাসিন্দা এবং নামুজা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, নূপুর মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারে আসক্ত ছিলেন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে একপর্যায়ে চোখে সমস্যা দেখা দিলে নূপুরকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ফোন ব্যবহার করলে গত রোববার রাতে তাঁর সঙ্গে বাবা-মায়ের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতেই সবার অজান্তে নিজের শোয়ার ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আজ সোমবার সকালে কলেজছাত্রী নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি