হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক কলেজ ছাত্রী। আজ সোমবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রাম থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই কলেজছাত্রীর নাম নূপুর খাতুন। তিনি মাঝিহট্ট এলাকার বাসিন্দা এবং নামুজা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, নূপুর মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারে আসক্ত ছিলেন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে একপর্যায়ে চোখে সমস্যা দেখা দিলে নূপুরকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ফোন ব্যবহার করলে গত রোববার রাতে তাঁর সঙ্গে বাবা-মায়ের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতেই সবার অজান্তে নিজের শোয়ার ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আজ সোমবার সকালে কলেজছাত্রী নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০