হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ডাকাতি

বগুড়া প্রতিনিধি

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ডাকাতি। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এই ডাকাতি হয়। এ সময় বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়াসহ ডাকাত দলের সদস্যদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

ঘটনার শিকার স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ মিয়া বলেন, গতকাল রাত ১১টার দিকে ১০-১৫ জনের ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এরপর ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। খবর পেয়ে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাতের দল পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে আসা ডাকাতেরা ডাকাতি করেছে বলে জানা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো জানা যায়নি।

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা