হোম > সারা দেশ > বগুড়া

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তাঁর স্বামী। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার নারহট্ট সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম শান্তনা বেগম (২৪)। তিনি লোহাজাল গ্রামের সাহেব আলীর মেয়ে এবং তাঁর স্বামী হাতেম আলী একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পাবনার সাঁথিয়ায় একটি হ্যাচারিতে কাজ করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতেম আলী তাঁর এলাকার বেশ কিছু ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন। গতকাল বুধবার পাবনা থেকে বাড়িতে আসেন হাতেম আলী। ঘটনার রাতে ঋণ সংক্রান্ত বিষয়ে তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতেম আলী তাঁর স্ত্রীকে প্রথমে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। 

পরে তাঁর মৃত্যু নিশ্চিত করতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী শান্তনাকে হত্যা করে। পরে ভোর রাতে হাতেম আলী কাহালু থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার বিষয়টি জানায়। এরপর পুলিশ তাঁকে আটক করে এবং শান্তনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘স্ত্রীকে হত্যার পর হাতেম আলী নিজেই থানায় এসে বিষয়টি আমাদের জানান। এ ঘটনায় নিহতের বাবা সাহেব আলী বাদী হয়ে থানায় মামলা করছেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি