হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় সাগর খুন: আ.লীগ-বিএনপির নেতাকর্মীসহ ১৯ জনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরের স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাগর তালুকদার (৩৫) ও তাঁর সহযোগী স্বপন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার শাজাহানপুর থানায় মামলাটি করেন সাগরের বড় বোন রোকসানা আকতার বর্ষা। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক ও আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীকে। এ ছাড়া যুবলীগ কর্মী ছোট শাহীন, স্থানীয় বিএনপি কর্মী ও সাগরের চাচা পান্নু তালুকদার এবং বিএনপির কর্মী আব্দুল জলিল মামলার অন্যতম আসামি হিসেবে আছেন। 

মামলার বাদী রোকসানা বলেন, অন্য আসামিরা আওয়ামী লীগ নেতা আলী এবং বিএনপি কর্মী পান্নুর সহযোগী। গত বছরের ২ সেপ্টেম্বর সাবরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পারভেজ হত্যার জেরে সাগরকে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার সময় সাগর জেলখানায় ছিলেন। তারপরও পারভেজ হত্যায় সাগরকে দায়ী করা হয়। 

এদিকে সাগর হত্যার পর আসামিরা সাগরের বাড়িঘরে আগুন দেবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে বাদী অভিযোগ করেছেন। 

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ বলেন, মামলা হওয়ার আগে কেউ হুমকি দিলেও দিতে পারে। তবে এখন আর এ ধরনের আশঙ্কা নেই। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর আশেকপুর ইউনিয়নের সবরুল ছোট মণ্ডলপাড়ার রাস্তায় সাগর ও স্বপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে চারটি হত্যাসহ চাঁদাবাজি, মাদক, ছিনতাই, অপহরণের অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি