হোম > সারা দেশ > বগুড়া

ধানখেতে মিলল হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ধানখেত থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি আখের আলীর (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আখের আলী বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ধানখেতে একজনের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি পালসার মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে এনে হত্যা করেছে।’ 

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক