হোম > সারা দেশ > বগুড়া

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের ধাক্কায় শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাত ৮টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেসের ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুলপুর রেলস্টেশন থেকে উওরা মেইল ট্রেনে শাহিনুর ইসলাম তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পাঁচবিবি যাচ্ছিলেন। পথে আহসানগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ায়। ওই স্টেশনে নামাজ পড়ে ট্রেনের দিকে যাওয়ার সময় অপর লাইন দিয়ে ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ধাক্কা লেগে শাহিনুর ইসলামের মৃত্যু হয়। মৃত শাহিনুর ইসলাম লালপুর থানার দিলালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক