হোম > সারা দেশ > বগুড়া

‘স্বপ্নে’ চাকরি পেলেন বগুড়ার সেই আলমগীর

বগুড়া প্রতিনিধি

রিটেইল চেইন ‘স্বপ্ন’-এ চাকরি হয়েছে ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর কবিরের। আজ বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন স্বপ্ন-এর রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গৃহশিক্ষক আলমগীর কবিরের চাকরির ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান রিটেল চেইন ‘স্বপ্ন’-এর রিসার্চ অ্যাসোসিয়েট পদে তাঁকে চাকরি প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন মো. সামসুদ্দোহা শিমুল।

এর আগে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার।  

দুপুর ১২টার দিকে আলমগীর কবির বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা আলমগীরের সঙ্গে কথা বলেন এসপি। এ সময় তাঁর কাছে থেকে বিস্তারিত কথাবার্তা শোনেন এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

এসপি আজকের পত্রিকাকে বলেন, ‘কথা বলার জন্য তাঁকে আমার কার্যালয়ে ডেকেছি। কথা বলে মনে হয়েছে, তাঁর চাকরি দরকার।’   

সুদীপ কুমার চক্রবর্ত্তী আরও বলেন, ‘আপাতত পোস্টার ছাপানোর ব্যাপারে তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে, তিনি মানসিকভাবে স্ট্যাবল না।’

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত