হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাসেন আলী হাসু (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাদশা মিয়া ওরফে শুটকু (৪২) নামের আরও একজন ব্যবসায়ী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘণ্টা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার মহাস্থানের নাগরকান্দি এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসেন ও বাদশা দুজনেই বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের দীঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা মাছের ব্যবসা করতেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, মাছ ব্যবসায়ী হাসেন ও বাদশা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রংপুর থেকে আসা টিএমএসএস রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসেন আলী মারা যান। পরে বাদশা মিয়াকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মরদেহ নিয়ে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ