হোম > সারা দেশ > বগুড়া

সারিয়াকান্দিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বিরুদ্ধে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ করেছেন কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মোল্লা। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নৌকার মনোনয়নবঞ্চিত ‘বিদ্রোহী’ প্রার্থী মো. রাশেদ মোশারফ সরকার প্রতীক না পেয়ে হিংসার বশবর্তী হয়ে তাঁর দলবল নিয়ে স্থানীয় পাকেরদহ বাজারে টাঙানো নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন। 

এ বিষয়ে রাশেদ মোশারফের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মিথ্যা। আমি বা আমার লোকজন কেউ পোস্টার ছিঁড়ে ফেলেনি।’ 

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি