হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে বৃদ্ধের লাশ উদ্ধার, মাথায় ধারালো অস্ত্রের আঘাত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কায়সার আলী অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামাণিকের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মইনুদ্দীন। 

অন্তাহার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘কায়সার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। তিনি রাতের বেলা গ্রামে ঘুরে ঘুরে আম ও বিভিন্ন ফল কুড়াতেন। গতকাল বুধবার রাতেও তিনি আম কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।’ 

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আজ ভোরে অন্তাহার গ্রামের দক্ষিণপাড়া মসজিদের ইমাম আব্দুস সামাদ ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় মসজিদের পাশে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তিনি এই বিষয় গ্রামবাসীকে জানান। গ্রামের লোকজন দ্রুত আদমদীঘি থানায় এ বিষয় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ 

ওসি মইনুদ্দীন বলেন, ‘লাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ওই গ্রামের বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।’

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০