হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাক আটকে অবৈধভাবে হাটের খাজনা দাবি, আটক ৩ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ট্রাক আটকে অবৈধভাবে আড়িয়াবাজার হাটের খাজনা দাবি করায় তিনজনকে আটক করেছে র‍্যাব, ১২ বগুড়ার সদস্যরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত হাট ইজারাদারের লোকেরা হলেন মাসুদ রানা, মিনহামিদ এবং রেজা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আড়িয়া ইউনিয়নের খোদাবন্ধবালা গ্রামের অনেক কৃষক সরাসরি ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করেন। প্রতিটি বস্তায় ৬৫ কেজি আলু নিয়ে মোট এক শ ৭০ বস্তা আলু একটি ট্রাকে ঢাকার মোহাম্মদপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী আবু তালেব। হাটের খাজনার দাবিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়িয়া কাটাবাড়িয়া মোড়ে ট্রাকটি আটক করে আড়িয়াবাজার বাস স্ট্যান্ডে এনে রাখেন হাট ইজারাদারের লোকজন। 

আটক হওয়ার আগে হাট ইজারাদারের লোক মাসুদ রানা এবং মিনহামিদ আজকের পত্রিকাকে বলেন, অনেক টাকা দিয়ে হাট ডেকে নেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে ব্যবসায়ীরা চলে যায়। তাই খাজনা নেওয়ার জন্য ট্রাক আটক করেছি। 

তাঁরা আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দিয়েছি। সম্প্রতি ইজারাদারদের সঙ্গে বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টাকা তোলার অনুমতি দিয়েছেন। 

হাট এলাকার বাইরে খাজনা নেওয়ার অনুমতি বিষয়ে লিখিত কাগজ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার লিখিত দেয় নাই। বলেছেন আগের মতো খাজনা নিতে। আর গত ৩০ বছর ধরে এভাবেই খাজনা আদায় করা হচ্ছে। 

খোদাবন্দবালা গ্রামের কৃষক সুলতান মিয়া, আবু জাফর আলীসহ অনেকে আজকের পত্রিকাকে বলেন, গ্রাম থেকে সবচেয়ে কাছের হাট আড়িয়াবাজার। দূরত্ব কমপক্ষে তিন কিলোমিটার। মাঠে থেকেই ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করে দিয়েছি। আলু তোলার সময় ইজারাদারের লোকজন জমিতে বসে গোনে, কয় বস্তা আলু বিক্রি করলাম। 

আরেক কৃষক আশরাফুল আজকের পত্রিকাকে বলেন, ইজারাদারের লোকজন বেশ কয়েক বছর ধরে এমন অত্যাচার করে আসছেন। এখান থেকে মুক্তি পাচ্ছি না। ইজারাদারের তিনজনকে র‍্যাব আটক করেছে। আশা করছি এখন থেকে ইজারাদারের কাছে জিম্মি দশা থেকে মুক্তি পাব। 

আড়িয়াবাজার হাটের ইজারাদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, কৃষকের জমি থেকে ফসল বিক্রির খাজনা নেওয়ার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসক এ বিষয়ে নিষেধ করেছেন। 

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, হাটের সীমানার বাইরে থেকে খাজনা নেওয়া যাবে না। মাঠে কৃষকের কাছ থেকে আলু কিনে ব্যবসায়ী ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ইজারাদারের লোকজন ট্রাক থামিয়ে মহাসড়কে আটকে রেখে খাজনা দাবি করেন। পরে র‍্যাব এসে মিনহামিদ, মাসুদ রানা এবং রেজা নামের তিন ব্যক্তিকে জনকে আটক করে নিয়ে গেছেন। 

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সমন্বয় বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। হাটের সীমানার বাইরে কেউ খাজনা নিতে পারবেন না।

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা