হোম > সারা দেশ > বগুড়া

কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ, স্ত্রী ও শ্বশুর পলাতক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম সাইদুল ইসলাম (৫২)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাইদুল চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিব রহমানের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। 

সাইদুল ইসলামের ছোট ভাই শাহিন মিয়া বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁর ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সকালে মাঝপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িসংলগ্ন কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

নিহতের আরেক ছোট ভাই স্বাধীন মিয়া বলেন, ‘আমার ভাই সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর শ্বশুর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই সাইদুল ওই জমি কিনতে চান। একপর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে আজ অবধি জমির দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাঁদের মধ্য দ্বন্দ্ব চলছিল। আমার ভাবি ও ভাইয়ের মধ্যে এ নিয়ে মাঝেমধ্যেই দ্বন্দ্ব হতো। আজ বৃহস্পতিবার ওই জমি সম্পাদনের দিন ধার্য ছিল।’ 

স্বাধীন আরও জানান, ‘চলতি মাসের ১৩ তারিখে নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে খোরপোশ ও মোহরানার  টাকা দাবি করে লিগ্যাল এইডে অভিযোগ দিয়েছিলেন। আমার ধারণা, ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছে।’ 

সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তাঁর শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, ‘খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত