হোম > সারা দেশ > বগুড়া

কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ, স্ত্রী ও শ্বশুর পলাতক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম সাইদুল ইসলাম (৫২)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাইদুল চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিব রহমানের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। 

সাইদুল ইসলামের ছোট ভাই শাহিন মিয়া বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁর ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সকালে মাঝপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িসংলগ্ন কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

নিহতের আরেক ছোট ভাই স্বাধীন মিয়া বলেন, ‘আমার ভাই সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর শ্বশুর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই সাইদুল ওই জমি কিনতে চান। একপর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে আজ অবধি জমির দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাঁদের মধ্য দ্বন্দ্ব চলছিল। আমার ভাবি ও ভাইয়ের মধ্যে এ নিয়ে মাঝেমধ্যেই দ্বন্দ্ব হতো। আজ বৃহস্পতিবার ওই জমি সম্পাদনের দিন ধার্য ছিল।’ 

স্বাধীন আরও জানান, ‘চলতি মাসের ১৩ তারিখে নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে খোরপোশ ও মোহরানার  টাকা দাবি করে লিগ্যাল এইডে অভিযোগ দিয়েছিলেন। আমার ধারণা, ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছে।’ 

সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তাঁর শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, ‘খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০