হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

দুর্ঘটনার খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুজন মিয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বগুড়াগামী দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্যাংকলরির পেছন দিয়ে সুজন মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী কাজী অপরূপা নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরিটিকে ধাক্কা দেয়। তাতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যান।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাস ও ট্যাংকলরিটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক করা যানবাহন দুটি নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্যাংকলরির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি