কেউ এনেছেন বিশাল আকৃতির গরু, আবার কেউ এনেছেন বড় বড় আকারের বিভিন্ন প্রজাতির মুরগি। মহিষ, কুকুর, গাড়ল, ছাগল, ভেড়াসহ বিভিন্ন প্রজাতির পাখিও এনেছেন অনেকে।
মেলা চত্বর পরিণত হয়েছে গৃহপালিত প্রাণীর বিশাল প্রদর্শনী। যদিও মেলার নাম দেওয়া হয়েছে ‘উত্তরবঙ্গ গরুর মেলা’। উত্তরবঙ্গের ১৬টি জেলা থেকে ২০০ খামারি এসেছেন মেলায়। এর মধ্যে ১৫০টি স্টল রয়েছে গরুর।
বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।
নাটোর থেকে বিপ্লব সরকার নামের একজন খামারি তাঁর ২০টি গরুর মধ্যে বড় আকারের তিনটি এনেছেন। তিনি বলেন, নতুন মেলা কেমন হবে, সেই অনিশ্চয়তা থেকে সব গরুর আনেননি। এসে দেখেশুনে মনে হচ্ছে, সব গরুই আনা দরকার ছিল।
বগুড়া শহর থেকে সাত কিলোমিটার উত্তরে মম ইন বিনোদন জগতে এই মেলার আয়োজন করা হয়েছে। চলবে আগামী শনিবার পর্যন্ত।
সিরাজগঞ্জের খামারি হাজি ফিরোজ বেশ কয়েকটি গরু প্রদর্শনের জন্য এনেছেন মেলায়। এর মধ্যে ব্রাহমা ক্রস জাতের একটি গরুর দাম চাচ্ছেন ১৮ লাখ টাকা। শখ করে এই গরুটিকে তিনি ডাকেন ‘মৌসুমি’ বলে। ১৭ লাখ টাকা হলে বিক্রি করতে চান শখের মৌসুমিকে।
এ ছাড়া মেলায় দেখা গেছে ইন্দোনেশিয়ার নিরিলাভি জাতের মহিষ। সাদা রঙের এই মহিষ ঠাকুরগাঁও থেকে এনেছেন ফজলে এলাহী। সঙ্গে এনেছেন পাখরা জাতের মহিষ।
নেপালি খর্বাকৃতির গরুরও দেখা মিলেছে এই মেলায়।
নওগাঁ থেকে আসা খামারি নয়ন একটি কুকুরের দাম হাঁকিয়েছেন ৮ লাখ টাকা। কুকুরটি দেখতে ভিড় লেগে গেছে। নয়ন বলেন, দুই মাস বয়সী কুকুরটি কিনেছিলেন ৫০ হাজার টাকায়। দুটি কুকুর এনেছেন প্রদর্শনীর জন্য।
এত বড় আয়োজনে গরুর মেলা কখনো বগুড়ায় হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা এসেছেন। উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘এমন মেলা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে প্রান্তিক পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করা সম্ভব। পাশাপাশি তাঁদের সঙ্গে বৃহৎ খামারি ও গরু ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে এই মেলা ভূমিকা রাখবে।’