হোম > সারা দেশ > বগুড়া

বাড়ি ফেরার সময় অটোরিকশা উল্টে প্রসূতির মৃত্যু, অক্ষত নবজাতক

বগুড়া প্রতিনিধি

ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশা উল্টে যুথী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মাসহ দুজন। তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাঁর তিন দিন বয়সী নবজাতক। 

আজ শনিবার উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুথী খাতুন উপজেলার ভাট শিমলা গ্রামের এনামুল হকের স্ত্রী। 

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। উভয় চালক পালিয়ে গেছেন। যুথী খাতুন নামে একজন মারা গেলেও তাঁর তিন দিনের সন্তান অক্ষত রয়েছে।’ 

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে তিন দিন আগে যুথী খাতুন একটি সন্তান প্রসব করেন। শনিবার বিকেলে ওই ক্লিনিক থেকে যুথী খাতুন তাঁর মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। 

পথিমধ্যে দলগাছা এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলেও তিন দিনের নবজাতক অক্ষত থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুথী খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি