হোম > সারা দেশ > বগুড়া

অপহৃত ছাত্রীকে ধর্ষণের ভিডিও, ২ জন কারাগারে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় বগুড়ার নন্দীগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মোরশেদুল ইসলাম সোহান ও মোশারফ হোসেন আদম নামে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় কয়েক দিন আগে বখতিয়ার উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম সোহান (১৯) ও মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন আদম (১৯) ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে তাঁরা পালাক্রমে ধর্ষণ করেন।

সেই সঙ্গে ধর্ষণের ভিডিও করে মোবাইল ফোনে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ

বগুড়ায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম