হোম > সারা দেশ > বগুড়া

শ্রমিক নেতা হত্যার ঘটনায় ১১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২ 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার ঘটনায় ১১ জনের নামে মামলা হয়েছে। মামলার পর নিহত শহিদুলের শ্যালক আমিরুল ইসলাম ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত আমিরুল ও তারিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে নিহত শহিদুল ইসলামের বড় ভাই আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও কিচক ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইয়াকুব আলীসহ ১১ জনকে আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিতে সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, ইয়াকুব আলী ও আবু সাঈদকে ৩০ হাজার টাকা দেন। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অফিসে বসে তাঁরা শহিদুল ইসলামকে পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। তিনি পদ ছেড়ে দিতে না চাইলে ইয়াকুব আলীর নির্দেশে আবু সাঈদ, শহিদুলের পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ১১ জন আসামির মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছোড়া উদ্ধার করা হয়েছে। 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩