হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামের বাজারে এসেছে রসালো ফল লিচু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। গত কয়েক দিন ধরে মৌসুমি সুস্বাদু এই ফল পাওয়া যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। বাজারে চাহিদা থাকায় এবং বেশি লাভের আশায় পরিপক্ব হওয়ার আগেই ব্যবসায়ীরা লিচু বাজারে নিয়ে এসেছেন। 

ব্যবসায়ীরা জানান, রাজশাহী ও দিনাজপুরের পরিপুষ্ট রসালো সুস্বাদু লিচু বাজারে আসতে আরও ১০-১২ দিন সময় লাগবে। এখন বাজারে যে লিচু এসেছে, সেগুলো অপরিপক্ব এবং আকারে ছোট। এতে রস কিছু মিললেও স্বাদ তেমন ভালো নয়। 

এ বিষয়ে বাজারে লিচু কিনতে আসা আব্দুল মজিদ বলেন, ‘বাজারে মৌসুমি ফল লিচু পাওয়া যাচ্ছে। শুধু মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা। নতুন ফল, তাই ৫০টি ১০০ টাকা দিয়ে কিনলাম। তবে লিচুগুলো এখনো পরিপক্ব হয়নি। তাই এই সময়ের লিচু তেমন মিষ্টি না।’

লিচু ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ‘আমরা এই লিচুগুলো যশোর ও নাটোরের নাজিরপুর থেকে কিনে এনেছি। মৌসুম শুরু হলেও বাজারে লিচুর দাম তুলনামূলকভাবে বেশি না। লিচু বিক্রি করছি ১০০টি ২০০ টাকায়। লিচুর এই জাতের নাম মোজাফফর।’

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি