হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, পুড়ে মৃত্যু ঘুমন্ত গৃহবধূর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাড়ি পুড়ে গেছে।

নিহত নাসিমা বেগম নান্দুরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী নজরুল ইসলাম বিদেশে থাকেন। রাতে শয়নকক্ষে তিনি একাই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার রাত আড়াইটার দিকে নাসিমার বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূ নাসিমা বেগম পুড়ে একেবারে কয়লা হয়ে গেছেন। তা ছাড়া আগুনে ঘরের চালা ও আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. মঞ্জিল হক আজকের পত্রিকাকে বলেন, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শিবগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট