হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

বগুড়া প্রতিনিধি

আহত দুই পুলিশ সদস্য। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় সাজাপ্রাপ্ত এক আসামির ছুরিকাঘাতে উপশহর পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন—সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন।

তিনি জানান, ওই দিন বেলা ১১টার দিকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে একটি ওয়ারেন্ট নিয়ে ফাঁড়ি থেকে রওনা হন এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান। ঝোপগাড়ী এলাকায় গিয়ে তাঁরা মুরাদুন্নবি নিশান নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে শনাক্ত করেন। পুলিশ দেখে নিশান একটি দোকানে ঢুকে পড়েন। পুলিশ যখন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করে, তখন তিনি হঠাৎ দোকান থেকে ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।

পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন আরও জানান, ছুরিকাঘাতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাত ও ঊরুতে গুরুতর আঘাত লাগে। পরে তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পর আসামিকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল