হোম > সারা দেশ > বগুড়া

আলুখেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, দুই বৈমানিক অক্ষত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে আলুখেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এরুলিয়া বিমানবন্দরের অদূরে বিমানটি জরুরি অবতরণ করে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার এরুলিয়া বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই এক কিলোমিটার দূরে কাহালু উপজেলার দুর্বাগাড়ী মাঠে আলুখেতে বিকট শব্দে  আছড়ে পড়ে। বিমানে দুজন আরোহী ছিলেন বলে জানান তাঁরা। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা দুই বৈমানিককে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যান। বিমান আছড়ে পড়ার খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমায়। বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বিমানটি ঘিরে রাখেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর-সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন বলে এতে জানানো হয়।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি