বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজছাত্র আব্দুর রশিদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলেজ স্টেশন বটতলা কালিমন্দির সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রশিদ উপজেলার সিহিপুর গ্রামে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে আব্দুর রশিদ তাঁর অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে উপজেলার কলেজ স্টেশন সড়কে তার মোটরসাইকেলকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে রশিদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সোনাতলা থানার ওসি মো. রেজাউল করিম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রশিদ তার মায়ের ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।