বগুড়ার গাবতলী থেকে নিখোঁজ স্কুলছাত্র ফাহারুল ইসলাম বিজয়ের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকার একটি সাঁকোর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলীর ছয়ঘড়িয়া গ্রামের লিটন মিয়ার ছেলে বিজয় উপজেলার সোনারায় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিজয় পড়ালেখার পাশাপাশি অটো ভ্যান চালাত।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন নিহতের তথ্য নিশ্চিত করেন।
নিহত বিজয়ের বাবা লিটন মিয়া বলেন, ‘বুধবার সকালে অটো ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয় বিজয়। এরপর থেকেই সে নিখোঁজ। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি দেখে ছেলেকে চিনতে পারি।’
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, ‘মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। এর থেকে মনে হচ্ছে এটা হত্যা। বিজয়ের অটোভ্যানটি আমরা এখনো পাইনি। হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকারীকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’