হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘি উপজেলা পরিষদে বই চুরির সময় তিন নারী হাতেনাতে আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের গুদাম থেকে বই চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিন নারীকে হাতেনাতে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ওই তিন নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দিয়ে পুলিশ বগুড়া আদালতে পাঠিয়েছে। 

আটক ওই তিন নারী হলেন জয়পুরহাট সদরের সাগরপাড়া মহল্লার মৃত নূর ইসলামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩৩), একই মহল্লার মৃত হযরত আলীর স্ত্রী রশিদা (৩২) ও ভুট্টু হোসেনের স্ত্রী আয়শা খাতুন (২৭)। 

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় আদমদীঘি উপজেলা পরিষদের ভেতরে সরকারি গুদামঘরের জানালার পাল্লা খুলে বই প্লাস্টিক বস্তায় ভরে চুরি করে নিয়ে যাওয়ার সময় পরিষদের যুব উন্নয়ন গেটের সামনে স্থানীয়রা হাতেনাতে আটক করে ওই তিন নারীকে। 

এ সময় তাঁদের কাছে অষ্টম শ্রেণির ৯৯টি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই, ২২টি আকাঈদ ও ফিকহ বই, ৮টি কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, ৬টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং ১টি গণিত বই পাওয়া যায়। 

এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, আটক নারীরা বেশ কিছুদিন ধরে জয়পুরহাট সাগরপাড়া থেকে এসে সান্তাহার চা-বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে চুরিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। আটক তিন নারীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক