হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় চলন্ত প্রাইভেট কারে আগুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর থানার সামনে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন ধরে। এতে চালক মাইনুর (৪০) আহত হয়েছেন। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। তবে আগুন নেভানোর পর গাড়ি থেকে এক কার্টন বিয়ার উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি শহরের সাতমাথা থেকে দত্তবাড়ির দিকে যাচ্ছিল। থানা রোডে সদর থানার সামনে হঠাৎ প্রাইভেট কারের পেছনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক বের হয় আসলেও তাঁর মুখমণ্ডল আংশিক পুড়ে যায়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, সদর থানার সামনে প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টন (২৪ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘আমরা আসার আগেই পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনার স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।’

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি