হোম > সারা দেশ > বগুড়া

গাবতলীতে হাতি দেখতে এসে শিশুর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে হাতি দেখতে এসে হাসান মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের তরণীহাট পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই গ্রামের ভ্যানচালক ভোধন সাহার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে ঝড়ে তরণীহাট পূর্বপাড়া গ্রামে পাকা সড়কের ধারে একটি গাছের বড় ডাল ঝুলে থাকে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই সড়ক দিয়ে সিলেট থেকে আসা একটি হাতি বালিয়াদীঘিতে যাচ্ছিল। যাওয়ার পথে ঝুলে থাকা ওই ডাল ভেঙে ফেলে। এ সময় ওই ডালের নিচে চাপা পড়ে শিশু হাসান গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী দলবদ্ধ হয়ে হাতিটিকে মারার জন্য ধাওয়া করে। তখন হাতিটি দৌড়ে স্থানীয় রাস্তার পাশের একটি ডোবার পানিতে আশ্রয় নেয়। আজ বুধবার দুপুর পর্যন্ত হাতিটিকে ওই ডোবাতেই দেখা গেছে। তবে হাতির মাহুত এখন পর্যন্ত পলাতক রয়েছেন।

বালিয়াদীঘি ইউপির চেয়ারম্যান ইউনুছ ফকির বলেন, ‘সংবাদ পেয়ে দুর্ঘটনার পরে আমি ঘটনাস্থলে ছিলাম। যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি হয়েছে। আর পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই বা তারা কোনো মামলার ঝামেলায় জড়াতে চায় না। তাই নিহতের পরিবারকে হাতির মাহুতের পক্ষ থেকে জরিমানা দিয়ে বিষয়টির মীমাংসা করার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, এসআই সোলাইমান আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, পরিবারের কাছে থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই তাকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হাতির সঙ্গে শিশুর মৃত্যুর কোনো সম্পর্ক নেই। মানুষ এগুলো গুজব ছড়ায়। হাতি কলাগাছ খাচ্ছিল, আর কলাগাছের সঙ্গে লেগে থাকা ইউক্যালিপটাসের ডাল পড়ে শিশুর মৃত্যু হয়েছে।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক