হোম > সারা দেশ > বগুড়া

ট্রেনের ধাক্কায় নবজাতকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মারদিয়া (১৫ দিন) নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে তাঁর স্ত্রী ও নবজাতক যমজ দুই বাচ্চা এবং দুই শ্যালিকাকে নিয়ে আকাশতারায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে আকাশতারা এলাকায় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনের ক্রসিংয়ের জন্য রেললাইনের পাশে তাঁদের মাইক্রোবাসটি থামান। কিন্তু মাইক্রোবাস রেললাইনের পাশ ঘেঁষে এমনভাবে দাঁড় করানো ছিল যে ট্রেনের ধাক্কায় উল্টে গিয়ে রাস্তায় থাকা গাছের সঙ্গে আটকে যায়। পরে স্থানীয় লোকজন মাইক্রোবাস থেকে সবাইকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলে নবজাতক মারদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মিন্টু গুরুতর আহত হন। 

এ বিষয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার