হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ২২ পরীক্ষার্থী আটক

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের বগুড়া সদর ও শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত বগুড়া শহরের ৩৭টি কেন্দ্রে এক সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে আটক পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যায়। তাঁরা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর পর বাইরে থেকে উত্তর তৈরি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষার্থীদের কানে ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে উত্তরপত্র পূরণ করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ২২ জনকে আটক করেন। 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মজিবর রহমান মহিলা কলেজসহ ১১টি পরীক্ষা কেন্দ্র থেকে ২২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ১৯ জনকে বগুড়া সদর থানায় এবং তিনজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, আটককৃতদের নামে পাবলিক পরীক্ষা আইনে পৃথক ১০টি মামলা দায়ের করা হবে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনজন নারী পরীক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হবে। 

এদিকে, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ১৭৯ জন। আজ শুক্রবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৬৬ জন। 

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, কিছু পরীক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে পাঠিয়ে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার সময় তাঁদেরকে আটক করা হয়েছে। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখানে নিয়মিত মামলা দায়ের হবে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট