হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফোন চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে মারধরের পর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাওয়াল মারা যান। তিনি বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে নেন রেজাউল।

পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তাঁর স্ত্রী ও মেয়ে মিলে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই রেজাউল, তাঁর স্ত্রী সানু ও মেয়ে আশাকে আটক করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক আটক তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি