হোম > সারা দেশ > বগুড়া

শহীদ চান্দু স্টেডিয়ামের জনবল রাজশাহী ও রংপুরে স্থানান্তর

বগুড়া প্রতিনিধি

শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহারের পর সবাইকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং রংপুর স্টেডিয়ামে স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জনের মধ্যে ভেন্যু ম্যানেজারসহ ১২ জনকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবং সহকারি পিচ কিউরেটরসহ অবশিষ্ট ৫ জনকে রংপুরে স্থানান্তর করা হয়েছে।

আগামী মঙ্গলবার তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিসিবি।

জানা গেছে, শেখ কামাল জাতীয় যুব ক্রিকেট লিগ আয়োজনকে কেন্দ্র করে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বিসিবির বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবি তাদের ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় প্রত্যাহার করে নেয়। এরপর ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলসহ ১২ জনকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবং সহকারি পিচ কিউরেটর হুমায়ন কবির ও সুপারভাইজার রকিসহ ৫ জনকে রংপুর স্টেডিয়ামে স্থানান্তর করা হয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের সদ্য বিদায়ী সহকারি অফিসার শামীম আহম্মেদ জানান, বর্তমানে সকলেই নিজেদের বাড়িতে অবস্থান করছেন। বিসিবির পক্ষ থেকে ৭ মার্চ নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বগুড়া থেকে প্রত্যাহার করা সকল মালামাল ও যন্ত্রপাতি বিসিবির প্রধান কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। 

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি