হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটি লাইনচ্যুত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একই সময়ে একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং আরেকটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। বগুড়ার সান্তাহার-বোনারপাড়া রেল রুটে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনা দুটি ঘটে। দুপুরে দুই পথেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সান্তাহার থেকে লালমনিরহাটগামী মেইল ট্রেন পদ্মরাগের ইঞ্জিন বিকল হওয়ায় বিকল্প ইঞ্জিন দিয়ে দেড় ঘণ্টা পর সেটি গন্তব্যের দিকে ছেড়ে যায়। লাইনচ্যুত কলেজ ট্রেনটি প্রায় তিন ঘণ্টা সুখানপুকুর স্টেশনে আটকে থাকে। পরে সান্তাহার থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত তিনটি বগি সরিয়ে নিলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহারগামী কলেজ ট্রেন নামের ৪৯২ নম্বর লোকাল ট্রেনটি সকাল ৯টার দিকে সুখানপুকুর স্টেশনের দ্বিতীয় লাইনে প্রবেশের পরপরই লাইনচ্যুত হয়। ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী ট্রেন ইঞ্জিন পৌঁছে বগি তিনটি সরিয়ে নেয়।

অপরদিকে প্রায় একই সময়ে সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ মেইল ট্রেনটি গাবতলী স্টেশন থেকে সুখানপুকুরের দিকে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত হওয়া কলেজ ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেনকে গাবতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটে পাঠানো হয়। 

সাইদুর রহমান আরও বলেন, একটি ট্রেনের ইঞ্জিন বিকল এবং অপর ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সান্তাহার-বোনারপাড়া রুটে প্রায় তিন ঘণ্টা রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট