হোম > সারা দেশ > বগুড়া

ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে (১৮) ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার তাঁকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আটমূল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ওই যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি আটমূল ইউনিয়নের নান্দুরা আকইলপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী তরুণীর পরিবার বলছে, গতকাল শুক্রবার তরুণীর বাবা-মা তাঁর নানাবাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন তিনি। দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী অচেতন হয়ে পড়লে তাঁকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির বারান্দায় থাকা বেশ কিছু কাপড় ওই তরুণীর শরীরের ওপর রেখে আগুন লাগিয়ে পালিয়ে যান সাইফুল। এ সময় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তিনি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, আগুনে ওই তরুণীর হাত-পাসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। প্রথমে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার চিকিৎসকেরা

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। জড়িত সাইফুল ইসলামকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত