হোম > সারা দেশ > বগুড়া

নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকিয়ে দিল শিক্ষার্থী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

নিজের উদ্যোগে নিজের বাল্যবিয়ে বন্ধ করল বগুড়া সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপরে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী বলেন, আমার ছোটবেলা হতেই পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল। গত কয়েক দিন ধরেই আমার বিয়ের কথা চলছিল। এখন আমাকে বিবাহ দিতে আমার মা বাবাকে আমি নিষেধ করি। তারপরও আমার বিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় আমি মর্মাহত হয়ে পরি। নিরুপায় হয়ে ঘটনাটি আমার মাদ্রাসার শিক্ষকে অবহিত করি।

সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট হতে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর, শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। উপজেলা প্রশাসনের পদক্ষেপে কোমলমতী মেধাবী শিক্ষার্থী বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষের নিকট হতে বাল্যবিয়ের খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপর ১ টা ৩০ মিনিটে শিক্ষার্থীর নিজ বাড়ি সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রিনা বেগম, অধ্যক্ষ আব্দুল মান্নান, শিক্ষক ফজলে রাব্বী, এ কে এম মকবুলার রহমান সোহেল , রেজাউল করিম, শ্যামা কান্ত ঘোষ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলায় বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক