হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে মাহমুদা বেগম (৪০) নামের এক নারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাহমুদা বেগম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক। তাঁর স্বামী সোহেল রানা (৪৩) শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (লাইব্রেরিয়ান)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা শেরপুর শহরের রামচন্দ্রপুরপাড়া মহল্লায় আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার পর থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে মাহমুদা বেগম ডাইনিং রুমের জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর ভাই মাহবুবর রহমান থানায় লিখিত আবেদন দিলে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এসআই আমিরুল জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মাহমুদা বেগমের বাবার বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামে এবং তাঁর স্বামী সোহেল রানার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। তবে দুপক্ষের কেউ মৃত্যুর পেছনে কোনো সুস্পষ্ট কারণ জানাতে পারেননি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো রহস্য আছে—তা খতিয়ে দেখতে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল