হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মো. নয়ন (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নয়ন ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নয়নের মা কল্পনা খাতুন বলেন, ‘পূজার ছুটিতে নয়ন বাড়ি এসেছিল। গতকাল সোমবার রাতে সে আমার কাছে কিছু টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতের খাবার খেয়ে সে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করি। এ সময় তার ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তার লাশ নামায়।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নয়ন তার নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত