হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মো. নয়ন (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নয়ন ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নয়নের মা কল্পনা খাতুন বলেন, ‘পূজার ছুটিতে নয়ন বাড়ি এসেছিল। গতকাল সোমবার রাতে সে আমার কাছে কিছু টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতের খাবার খেয়ে সে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করি। এ সময় তার ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তার লাশ নামায়।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নয়ন তার নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২