হোম > সারা দেশ > বগুড়া

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অটোচালকদের সড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কুন্দারহাটে অটোচালকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

অবরোধে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অটোরিকশাচালকেরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে নন্দীগ্রাম থানা-পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশের কর্মকর্তারা চালকদের সঙ্গে কথা বলেন। এরপর চালকেরা মহাসড়ক থেকে সরে যান।

জানতে চাইলে অটোরিকশাচালক নিলয় বলেন, ‘আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে হাইওয়ে পুলিশ। টাকা না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এ জন্যই মহাসড়ক অবরোধ করা হয়েছে।’

মাসুদ রানা নামের আরেক চালক বলেন, ‘আমার অটোরিকশা আটকানোর পর ২০০ টাকা দিতে হয়, তারপর যেতে দেয়। হাইওয়েতে অটোরিকশা চালাতে গেলে পুলিশকে টাকা দিতে হয়।’

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। একটি অটোরিকশাকে মামলা দেওয়া হয়েছে। যে কারণে তাঁরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি