হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

নাশকতার মামলায় গ্রেপ্তার আব্দুল মোমিন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল মোমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পৌর শহরের কর্মকারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর থানা-পুলিশ জানিয়েছে, আব্দুল মোমিন খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বিএনপি মনোনীত ধানের শিষ প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তাঁর নেতা-কর্মীদের নিয়ে প্রচারণায় বের হলে কুসুম্বী ইউনিয়নের গোঁসাইবাড়ি বটতলা এলাকায় হামলার শিকার হন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, রামদা দিয়ে গাড়ি ভাঙচুর করে এবং নেতা-কর্মীদের মারধর করে গুরুতর আহত করে। এ ছাড়া ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ গত ১৫ নভেম্বর শেরপুর থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় আরও অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার এজাহারে তাঁর (আব্দুল মোমিন) নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট