হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি

ছুরিকাঘাতে নিহত হৃদয় আকন্দ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদক নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।

বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদক নিয়ে ঝামেলায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ইনচার্জ আলমাস আলী আরও জানান, সকালে হৃদয় কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষাখেতের পাশে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তর্কে জড়িয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় কেউ একজন হৃদয়কে ছুরিকাঘাত করে সরিষার খেতের মধ্যে ফেলে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি