বগুড়ায় বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরের উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কে সাবগ্রামের মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রেহেনা বেওয়া (৪৫)। তিনি সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এ ছাড়া মোটরসাইকেল থাকা দুই আরোহী আহত হয়েছেন তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নারুলী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেঁটে রওনা দেন রেহেনা বেওয়া। পথে মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।