বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েমকে (৪৫) গ্রেপ্তার করেছে শেরপুর থানা-পুলিশ। তিনি শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।
গতকাল বুধবার রাতে উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মোনায়েম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। শিক্ষকতার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শেরপুর থানায় গত বছরের ১৫ নভেম্বর হত্যার চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।