হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া পৌরসভার সাবেক মেয়র মন্টু আর নেই

বগুড়া প্রতিনিধি

বগুড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (৭৫) আর নেই। আজ শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বগুড়া বারের আইনজীবী আব্দুল্লাহেল কাফি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মন্টু জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, বার কাউন্সিলের সাবেক সদস্য ও বগুড়া বারের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে তাঁর জন্ম। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলায় বসবাস করতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আইনজীবী আব্দুল্লাহেল কাফি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনি কাজে রেজাউল করিম মন্টু সিরাজগঞ্জ আদালতে গিয়ে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাঁকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

রেজাউল করিম মন্টুর মৃত্যুতে সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ