হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলার উল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে জুবায়ের মাহমুদ সাম্মু, মুন্টু মিয়ার ছেলে নূর আলম ও নিশাতকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে জুবায়ের মাহমুদ সাম্মু প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জুবায়েরের অভিভাবককে জানালে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ২ মে রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ি থেকে বের হয়। এ সময় আসামি জুবায়ের সহযোগী নূর আলম ও নিশাতকে সঙ্গে নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩