হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ। কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
 
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, নিহতের পরনে ছিল গেঞ্জি ও চেক ট্রাউজার। মুখে কাঁচাপাকা দাঁড়ি। মাথায় আঘাত পেয়ে নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে । এ কারণে ধারণা করা হচ্ছে, রাতে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা যেতে পারেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা