বগুড়ার আদমদীঘিতে মানতাসা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের সাঁকোয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার জানায়, সাঁকোয়া গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত মানতাসা। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কালাঞ্জ গ্রামের মামুন হোসেনের মেয়ে সে। আজ দুপুরে শয়নকক্ষে গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, তদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।