হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

বগুড়া প্রতিনিধি

ফাহিম হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বগুড়া শহরের চক ফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে এবং লতিফপুর এলাকার ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল স্কুলছাত্র ফাহিম। এ সময় তিন কিশোর তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই একজনকে আটক করে পুলিশ। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত ফাহিমের সঙ্গে লেখাপড়া করে এখন গ্রিল মিস্ত্রির কাজ করে।

সে পুলিশকে জানায়, গত ৬ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার সময় ফাহিম তার আরেক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন ও ৫০০ টাকা কেড়ে নেয়। পরে মোবাইল ফোনে থাকা কিছু ছবি ডিলিট করে ফেরত দেয়। এরপর তিন বন্ধু মিলে ফাহিমকে ছুরিকাঘাত করার পরিকল্পনা করে। সেই অনুযায়ী গতকাল রাতে তাকে ছুরিকাঘাত করে।

নিহত ফাহিমের বাবা ফরহাদ হোসেন দাবি, গত রোববার স্কুলের বাথরুমে তার কয়েক বন্ধু এক ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তি করে। ঘটনাটি ফাহিম দেখে স্কুলের শিক্ষার্থীদের জানায়। এর জের ধরেই ফাহিমকে তারা খুন করে।

এদিকে আজ (মঙ্গলবার) এলাকাবাসী লাশ নিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শেরপুর রোড অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেন। পরে জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে লাশ দাফন করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। একজনকে আটক করা হয়েছে।’

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার