হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে আলু বীজের দাম বেশি রাখায় ১ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্সে অভিযান চালাচ্ছেন প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

মণ্ডল ট্রেডার্স বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আলু বীজ ডিলার। জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন, মণ্ডল ট্রেডার্সের মালিক সাহাদত হোসেন ও বিক্রয় প্রতিনিধি আরিফুর রহমান।

জরিমানার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মণ্ডল ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে আলু বীজের দাম বেশি নেওয়া হচ্ছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

জান্নাতুল নাইম আরও বলেন, অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের মালিক সাহাদত হোসেন এবং বিক্রয় কর্মী আরিফুর রহমান দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত