হোম > সারা দেশ > বগুড়া

একইস্থানে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশের ঘোষণা, ১৪৪ ধারা জারি

নন্দীগ্রাম ও বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ বুধবার বেলা ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বেলা ৩টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের বিষয়ে আমরা ওসি সাহেবকে তিন দিন আগে জানিয়েছি। সেই অনুযায়ী আমাদের সব আয়োজন শেষ। এখন ১৪৪ ধারা জারি করায় আমরা প্রোগ্রাম করতে পারছি না।’

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা জানান, শোকের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে সমাবেশ আহ্বান করা হয়েছে। এখন আইনের প্রতি শ্রদ্ধা রেখে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, ‘শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দল একই সঙ্গে প্রোগ্রাম ঘোষণা করায় সেখানে সহিংসতার আশঙ্কা আছে বলে আমাকে জানান নন্দীগ্রাম থানার ওসি। তখন বেলা ১১টায় আমি ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ ধারা জারি করি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।’ 

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত